Tuesday, October 28, 2025

অথ বোম্বাই প্রেম কথা

©সৌভিক বসু 

আমি গত 22 বছর ধরে বিবাহিত, সেই জন্য আগেই বলে দিচ্ছি, এই ঘটনাগুলির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই (কেউ জবরদস্তি জড়াবার চেষ্টা করলে সাইডে আসুন - আলাদা করে কথা বলছি), কিন্তু আমার পরিচিত 6 জন ভুক্তভোগী ... একটু আগে জানলাম আরো দুজনের সাথে গত পাঁচ বছরের মধ্যেই হয়েছে।

যাকগে, ভ্যানতাড়া না করে এগোনো যাক...

গত শতাব্দীর নয়ের দশকের ঘটনা। 

মায়ানগরী মুম্বাই, কেউ কেউ বলে ভারতের অর্থনৈতিক রাজধানী। 

অনেক মানুষের মতন আমিও মুম্বাইতে পাড়ি দিয়েছিলাম চাকরি সূত্রে। প্রথম এক মাস এক আত্মীয়র বাড়ীতে থাকার পর প্রথম মাইনে পেয়ে একটা PG তে চলে যাই।

চাকরি সূত্রে অফিসে, চার্টার্ড বাসে, কমন বন্ধুদের মাধ্যমে আমার প্রচুর মানুষের সঙ্গে আলাপ ও বন্ধুত্ব হয়েছিল, কাল প্রবাহে আজ ২৫ বছর পর তাদের মধ্যে মাত্র ২-৩ জনের সাথে যোগাযোগ রয়ে গেছে।

সন্ধ্যার পরে বা ছুটির দিনে, তাদের সঙ্গে আড্ডার সময় এই ঘটনা গুলি শুনতাম।

একটুও বাড়িয়ে বলছি না, ঠিক এই পরম্পরায় ঘটনা গুলি ঘটেছিলো 1995 থেকে 1999 সালের মধ্যে।

কসমোপলিটান হলেও মুম্বাই শহরের ৭০% মানুষ মহারাষ্ট্রের মূল নিবাসী।

সুতরাং অফিসে, বাসে, ট্রেনে যেদিকে দেখবেন ৭০% মানুষ মারাঠি।

এরা মানুষ হিসাবে বেশ ভালো, বিপদে পড়লে সাহায্য-টাহায্য করে দেবেন। দোষ একটাই, এদের খাবার আমাদের বাঙালিদের মুখে রোচে না।

যাই হোক ... ধরুন আপনি অন্য রাজ্য থেকে এসেছেন, শহরে আপনি বিশেষ কাউকে চেনেন না। আপনি একজন অবিবাহিত পুরুষ, চাকরি করছেন, কোনো রোমান্টিক সম্পর্কের মধ্যে জড়িত নেই.... বিধাতার নিয়ম অনুযায়ী আপনি অফিসের কলিগ বা বাসে/ট্রেনে কোনো সহ-যাত্রিনী বা আপনার বসবাসের এলাকার কোনো সুন্দরীর প্রতি আকৃষ্ট হলেন ... একদিন চোখে চোখ পড়ল, আপনার মুখে একটা ক্যাবলা মার্কা হাসি চলে এলো... ভাগ্য ভালো থাকলে ওদিক থেকেও একটা হালকা হাসি, একটা লাজুক চাহনি পেয়ে গেলেন।

এক অফিস বা এক ডিপার্টমেন্টে থাকলে আলাপ তাড়াতাড়ি হয়ে যাবে, সহ-যাত্রিনী বা এলাকার কেউ হলে আলাপ হতে একটু সময় লাগবে।

আপনি মানুষ ভালো হলে, আলাপ হতে বাধ্য... আলাপ হলো, গল্প হলো, এবার আপনারা একসঙ্গে অফিসের পর দেখা করলেন। প্রথম ডেট যদি সাফল্য পায়, তারপর আপনারা আবার ডেট করলেন...

এবার ভালো করে পড়ুন :

আপনার পছন্দের নারী যদি মারাঠি হন.... 

মারাঠি মেয়েরা তৃতীয় ডেট করার ৩ দিনের মাথায় আপনাকে বাড়ীতে নিয়ে যেতে চাইবে মার সাথে দেখা করাবার জন্য (ghari sala na... Nantar aai ragvel) অর্থাৎ "বাড়ি চল , নাহলে মা রাগ করবে)।

আপনি ভালো ছেলে, আপনি একদিন অফিস থেকে হাফ ছুটি নিয়ে যাবেন তাঁর বাড়ীতে ...

মা যদি আপনাকে পছন্দ করে নেয়, তারপর তাঁর ভাই আপনাকে নিয়ে যাবে নিজের বন্ধুদের সাথে আলাপ করাতে... Hey porga majha Bahin chi Chhava aahe (এই ছেলেটা আমার বোনের বয়ফ্রেণ্ড)।

ক্যারম বা ক্রিকেট খেলতে হবে বিকেলবেলায়।


সন্ধ্যে বেলায় বাবা বাড়ি ফিরলে আরো এক রাউন্ড ইন্টারভিউ... পাস করলেই aaj raati jhevan nantar ghari zaanar (আজ রাত্রে খেয়ে বাড়ি যেও)। আমরস দিয়ে বাজরার রুটি খেয়ে শেষ ট্রেনে বাড়ি ফিরবেন।


পরের দিন থেকে অফিসিয়ালি ঘোরার পারমিশন পাবেন ... তবে সন্ধ্যে আটটার সময় mala ghari zanaar, nantar aai ragvel (আবার!!!) শুনতে হবে।


পরের রবিবার দুপুরে খেতে ডাকবে , তখন Kaka (কাকা/মামা), Kaku(মাসি) এরাও থাকবে ...

কুচি কুচি সাইজের মুরগির ট্যালট্যালে ঝোল দিয়ে ফ্যানমরা ভাত খেতে খেতে (যদি না শ্রাবণ মাস বা অমাবস্যা বা পূর্ণিমা বা সংক্রান্তি হয়, তখন ভিন্ডি মসলা বা বেগুন ভর্তা দিয়ে আটার লুচি খেতে খেতে) শুনতে পাবেন ...

Didi, ha Porga changla ahe (দিদি, এই ছেলেটা ভালো) অথবা "Kay bhau, ha kasa porga ahes ?" (আরে দাদা, এ কেমন ছেলে এনেছো ?)।

নেগেটিভ ফিডব্যাক এলে, পরের দিন থেকে you will be ghosted !!! বাসে/ট্রেনে/অফিসে আপনাকে পাত্তা দেওয়া হবে না….


Move on bro !!!


তবে পজিটিভ ফিডব্যাক এলে, আরো এক সপ্তাহ ঘুরতে পারবেন, কিন্তু রাত 9টার কারফিউ থাকবে।


পরের শুক্রবার (যদি না শ্রাবণ মাস বা অমাবস্যা বা পূর্ণিমা বা সংক্রান্তি হয়) মেয়ের বাবা আপনাকে বাড়ীতে মদ্যপান করতে ডাকবেন , পমফ্রেট মাছ ভাজা আর পাঁপড় দিয়ে 3 পেগ ব্যাগ-পাইপার বা রয়েল চ্যালেঞ্জের পর - tumcha aai vadil kadi aanar ? Lagnachi tarikh charcha karnar ( এটাও অনুবাদ করতে হবে ?)... তবে শুনুন - তোমার মা বাবা কবে আসবেন ? বিয়ের দিন ঠিক করতে হবে তো....

নয়ের দশকের ৩ জন এবং এখনকার দুজনের বিয়ে সেই মেয়ের সাথেই ৪/৫ মাসের মধ্যে হয়ে গেছিল।

বাকি ৩ জন বাস/ট্রেন/অফিস পাল্টে নিয়েছিল ...

মাইরি বলছি , এক্কেবারে সত্যি কথা।

😂😂😂😂

No comments: