Tuesday, October 28, 2025

মিড-লাইফ ক্রাইসিস

 

©সৌভিক বসু 

আমার বয়সটা ভালো নয়। বিশিষ্ট লেখক কৌশিক মজুমদার বাবু বলেছেন যে এই বয়সটা নাকি মধ্য বয়সের টিনএজ !!! মানে আমি যুবকও নই, আবার বৃদ্ধও নই... মানে Dhobi ka kutta, na Ghar ka na ghaat ka ... ছেলে ছোকরাদের সাথে মিশতে গেলে, কাকু বলে কাটিয়ে দেয়। বুড়োদের সাথে মিশতে গেলে, তারা বিশেষ পাত্তা ফাত্তা দেয় না... সমবয়স্ক-রা আলোচনা করে বসের খিস্তি, ছেলের পরীক্ষা, মেয়ের টিউশন, বউয়ের পেট খারাপ, শেয়ার মার্কেট, জয়শ্রীর আম আর ... মানে, ওই আর কি ...

বয়ঃসন্ধিকালের কথা মনে পড়ে যায়, জানেন ???

বাচ্চাদের সাথে খেলা যেত না, দাদারা পাত্তা দিতো না, সমবয়স্ক-রা আলোচনা করতো অঙ্ক স্যারের খিস্তি, ক্লাসের পরীক্ষা, ফিজিক্স স্যারের টিউশন, বাবার ধোলাই, সচিনের সেঞ্চুরি আর পাশের পাড়ার জয়শ্রীর সঙ্গে লুকিয়ে লুকিয়ে... টুকি টুকি খেলা ..

আপনারা কি ভাবলেন ?? 

সে যাই হোক , মানে এখন বয়সটা খুব সুবিধার নয়, মধ্যে বয়সে পা দিয়েছি, যাকে বলে মিড লাইফ ...

এখন মিড লাইফ এসেছে, ক্রাইসিস আসবে না, সেটা কি হয় ??

আমারও এলো ... 

গতকাল সকালে উঠে মন মেজাজ খারাপ হয়ে গেল... বাইরে চড়চড় করছে রোদ, আমি বুঝতে পারছি আমার প্রেশার-টাও বাড়ছে ... শরীরের কথা ভেবে জলখাবারে শুধুমাত্র ফল খেলাম ... মনটা হু-হু করে উঠলো.... মোবাইলটা হাতে নিলাম খুটুর খুটুর করবো বলে, ভালো লাগলো না ...

ট্যাবলেট নিলাম কমিকস পড়বো বলে, দু পাতা পড়ে রেখে দিলাম...

বই নিলাম, ভালো লাগলো না...

সব বন্ধ করে দিয়ে ভুরু কুঁচকে ভাবতে আরম্ভ করলাম ....

কি করেছি জীবনে ? কি করছি জীবনে ? কি করবো জীবনে ??

কেন করেছি ? কেন করছি ? কেন করবো ?

তারপর ভাবলাম - কেন ভাবছি এই সব ? এটাকেই কি মিড-লাইফ ক্রাইসিস বলে ?

বউকে জিজ্ঞাসা করলাম... সে বলে - আদিখ্যেতা হচ্ছে ?? যদি মিড লাইফ ক্রাইসিস হয়, যাও তাহলে গিয়ে একটা পরকীয়া করে এসো অন্য লোকের মতন ...

আবার ভাবতে বসলাম , সত্যিই কি একটা পরকীয়া করলে মন ঠিক হবে ?? ভেবে দেখলাম, প্রচুর চাপ ... ভুঁড়ি কমাতে হবে, ফেসিয়াল করতে হবে, নতুন জামা কিনতে হবে, guilty conscience ঢাকার জন্যে বউকে মাঝে মাঝে দামী গিফট দিতে হবে, গার্ল ফ্রেন্ড কে ঘোরানোর জন্যে বাইক বা গাড়ি কিনতে হবে, তার আগে অবশ্য বাইক চালানো আর গাড়ি চালানো শিখতে হবে ... প্রচুর চাপ, প্রচুর খরচ !!! আর জানাজানি হলে শ্বশুরের কাছে মারধোর খাওয়ার কথা ভুললে চলবে না !! উনি এই বয়সেও 20 কেজি চালের বস্তা উঠিয়ে নেন, আমাকে রামপাট ক্যালাতে বেশি কষ্ট হবে না...

তারপর ভেবে দেখলাম, ও সব তো পরের কথা, আগে আমাকে সোফা থেকে উঠে বাইরে যেতে হবে...

অত চাপ নিয়ে আর যাই হোক না কেন, পরকীয়া করতে পারবো না...

কিন্তু তাহলে মিড লাইফ ক্রাইসিস কি করে দুর করবো ?? 

এই ভাবতে ভাবতে দুটো বেজে গেলো, কমোড সাফ করতে হবে ভুলেই গেছিলাম, বউয়ের ধাতানি খেয়ে, কমোড সাফ করে স্নান করে নিলাম ...

ভাবা তবুও থামছে না... এদিকে মনটা সেই খারাপ হয়েই আছে, খিদেও পাচ্ছে ...

মিড লাইফ ক্রাইসিস কি ভাবে হ্যান্ডেল করবো ?? এই ভাবতে ভাবতে খাওয়ার টেবিলে বসে গেলাম ....

এক প্লেট মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে উঠে ভাবতে বসলাম .... দুপুরে এবার কি ঘুমোবো না কি সিনেমা দেখবো ??

ক্রাইসিস ?? কিসের ক্রাইসিস ?? পেটে ভালো ভালো জিনিস পড়লে তখন আর কোনো ক্রাইসিস থাকে না ... সবই মধু ... মিড লাইফ ক্রাইসিস কাটাবার ওষুধ পেয়ে গেছি !!!

No comments: